বেসরকারি চ্যানেল মাই টিভির রংপুর ব্যুরো প্রধান মাহমুদুল হাসানকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পীরগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। এ মামলায় পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ চারজনের নাম উল্লেখ এবং পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৯ এপ্রিল বিকেলে কুরিয়ার সার্ভিসে সাংবাদিক মাহমুদুল হাসানের নামে দুটি পার্সেল আসে। এতে দুটি কাফনের কাপড়ের সঙ্গে দুটি প্রিন্ট করা চিঠি ছিল। চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়। তবে দুষ্কৃতকারীদের নিয়ে কয়েকটি ধারাবাহিক সংবাদ প্রতিবেদন প্রচার করায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন মাই টিভির রংপুর ব্যুরো প্রধান মাহমুদুল হাসান। কাফনের কাপড় ও চিঠিগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া থেকে পাঠানো হয়েছে। প্রেরকের ঠিকানায় পীরগঞ্জের আরেক সাংবাদিকের নাম...