বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হাত পাখা দিয়ে বিগত ২৯ বছর আওয়ামী লীগকে বাতাস করা পীর সাহেব এখন জামায়াতকে বাতাস করছেন। অথচ তিনি বলেছিলেন-জামায়াতের বিষ যেখানেই লাগবে তা ধ্বংস হয়ে যাবে। প্রিন্স বলেন, সেই পীর সাহেব এখন জামায়াতের সঙ্গে ঐক্য করে নিজের শরীরে জামায়াতের বিষ লাগিয়েছেন, নিজের কথা অনুযায়ী নিজেই নিজের ধ্বংস ডেকে আনছেন। ক্ষমতার লোভে জামায়াতের বিষ এখন তার কাছে অমৃত সূধায় পরিণত হয়েছে। শনিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় দাখিল মাদরাসা মিলনায়তনে উপজেলা মৎস্যজীবী দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিকালে তিনি ধোবাউড়া উপজেলার পুড়াকান্দুলিয়া ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও দূর্গা পুজার প্রস্তুতি অবলোকন করেন। সকালে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর নেতারা...