এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৪১ বছর পর প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ওয়ানডে এবং টি-টুয়েন্টি দুই সংস্করণের সবগুলো আসরেই এটি হবে শিরোপামঞ্চে তাদের প্রথম দেখা। রোববার রাত সাড়ে ৮টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে দুই দলের মহারণ। এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। এশিয়া কাপ ওয়ানডেতে ১৪ আসরের সাতটি আসরের শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। বিপরীতে পাকিস্তানের ঝুলিতে আছে দুটি শিরোপা। এবারের এশিয়া কাপের টি-টুয়েন্টি আসরটি তৃতীয়। আগের দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এখনো টি-টুয়েন্টি আসরে শিরোপার মুখ দেখেনি পাকিস্তান। ২০১৬ সালের ফাইনালটি শ্রীলঙ্কার সঙ্গে হেরেছিল তারা। এশিয়া কাপে ভারতের পর সবচেয়ে সফল দল শ্রীলঙ্কা। তাদের ঝুলিতে আছে ছয়টি শিরোপা। চলতি আসরে শ্রীলঙ্কা ও বাংলাদেশ বিদায় নিয়েছে সুপার ফোর থেকে। এশিয়া কাপের চলতি আসরে দুদলের দেখা...