গাজীপুরের শ্রীপুরে নাটকের শুট্যিংয়ের কথা বলে এক নারী মডেলকে রিসোর্টে এনে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে শ্রীপুর থানায় এক পরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর রিসোর্টটিতে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পুলিশ ওই রিসোর্টে অভিযান চালিয়ে দুই নারী ও রিসোর্টের বেশ কয়েকজন কর্মচারীসহ ১৪ জনকে আটক করেছে। আজ শনিবার দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম ও শ্রীপুর থানা-পুলিশ যৌথভাবে উপজেলার উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টে এ অভিযান চালায়। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গত ২২ সেপ্টেম্বর রাস রিসোর্টে যে ঘটনা ঘটছে এটাকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে। সেই ধারাবাহিকতায় মামলাটি তদন্ত করতে আসা হয়েছিল। এখানে ভ্রাম্যমাণ আদালতও অভিযান চালিয়েছে। এখানে আসার পরও আজও...