২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের নেতারা দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য জরুরি ভিত্তিতে সব সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগের দাবি জানিয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরের ওয়াটারফল কনভেনশন হলে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষ্যে ফোরাম আয়োজিত র্যালি, আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, ওষুধ ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট না থাকায় দেশে প্রতিনিয়ত ওষুধের ভুল ব্যবহার, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং ওষুধজনিত বিরূপ প্রতিক্রিয়া (এডিআর) বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংগঠনের সভাপতি মো. আজিবুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. সেলিম রেজা, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. মো. আকতার হোসেন, ফার্মেসি কাউন্সিল অব...