বেপরোয়া ও উসকানিমূলক আচরণের অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘আদেশ না মানতে ও সহিংসতা উসকে দিতে মার্কিন সেনাদের প্রতি আহ্বান’ জানানোর কারণে পেত্রোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক্সে দেওয়া পোস্টে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, ‘পেত্রোর এমন বেপরোয়া ও উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে আমরা তাঁর ভিসা বাতিল করবো’। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট শুক্রবার জাতিসংঘ সদরদপ্তরের বাইরে হাজারো মানুষের সঙ্গে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে যোগ দিয়েছেন। বিক্ষোভে পেত্রোকে স্প্যানিশ ভাষায় মাইক্রোফোন হাতে জনতার উদ্দেশে বক্তব্য রাখতে দেখা যায়। অনুবাদক ইংরেজিতে তাঁর বক্তব্য তুলে ধরেন। তিনি বিশ্বের দেশগুলোকে ‘যুক্তরাষ্ট্রের...