দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার আধুনিকায়নে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের কোটি কোটি শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বই তুলে দেওয়ার যে অভূতপূর্ব উদ্যোগ, তার নেপথ্যে রয়েছে এনসিটিবির দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম। এনসিটিবির প্রধান কাজ হলো দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম, পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তক প্রণয়ন, উন্নয়ন, নবায়ন ও নিরীক্ষণ। বোর্ডের দায়িত্বের মধ্যে রয়েছে, বিদ্যালয়ের শিক্ষাক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক প্রণয়ন, উন্নয়ন, নবায়ন ও সংস্কার। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের কার্যকারিতা যাচাই ও মূল্যায়ন। পাঠ্যপুস্তকের পান্ডুলিপি প্রণয়ন ও সম্পাদনা। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণ তৈরি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন। ডিজিটাল মিথস্ক্রিয় পুস্তক (ইন্টারেক্টিভ ডিজিটাল পাঠ্যপুস্তক) তৈরি ও অনুমোদন। পাঠ্যপুস্তকের মুদ্রণ, প্রকাশনা, বিতরণ ও বিপণন...