নেপালের সাবেক সরকারপ্রধান কে পি শর্মা ওলি বর্তমান সরকারের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, তার আমলে দুর্নীতির অভিযোগের সুস্পষ্ট প্রমাণ যেন জনগণের সামনে পেশ করা হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক ভাষণে তিনি বলেন, জেন-জি’দের সরকার প্রমাণ ছাড়াই দুর্নীতির অভিযোগ তুলেছে। আমরা যদি দুর্নীতিগ্রস্তই ছিলাম, তবে কথা না বলে প্রমাণ দেখাক। তার দাবি, সাবেক সরকার সর্বদা স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে অগ্রাধিকার দিয়েছে। দেশের অতীতের শাসকদের কর্মকাণ্ড তুলে ধরে অলি বলেন, ১৯৯৪ সালে মনমোহন অধিকারীর নেতৃত্বাধীন সরকার জনকল্যাণমূলক কর্মসূচির জন্য জনপ্রিয় হয়েছিল। পরে সংবিধান প্রণয়নের পরের সরকারগুলো শান্তি প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়নে কাজ করেছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দিন থেকেই ঘোষণা করেছিলাম, আমি দুর্নীতি নিজে করব না, কাউকে করতেও দেব না। সে অনুযায়ীই কাজ করেছি। অলি বর্তমান...