দশটি ফিল্ম ক্যামেরা তুলে দেওয়া হয় ১০ জন মানুষের হাতে। এই মানুষগুলো রাজধানীর বনানীর কড়াইল বস্তির। কেউ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এই বসতিকে আরও মানবিক করে তুলতে, কেউ বা তরুণ, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাচ্ছেন নিজের চারপাশে। তাদের হাতে ফিল্ম ক্যামেরা দেওয়া হয়েছিল কোনো নির্দেশনা ছাড়াই। এমন সবকিছুর ছবি তুলতে বলা হয় যা তাদের যেকোনো আবেগ প্রতিফলিত করে— হোক তা সুখ, দুঃখ, রাগ কিংবা উত্তেজনা। ছবিতে ফুটে উঠবে অংশগ্রহণকারীদের দৈনন্দিক জীবন, যা একদিকে বসতির বাসিন্দাদের জীবনের গল্পকে প্রশ্নের সম্মুখীন করে, অন্যদিকে তাদের অস্তিত্ব ও জীবনযাত্রার অদেখা অনেক দিক প্রকাশ করে। কয়েকজন উদ্যমী তরুণ-তরুণীর উদ্যোগ ‘আঙ্গিনা’র আয়োজনে সেই ১০ জনের তোলা ছবি নিয়েই শনিবার (২৭ সেপ্টেম্বর) আয়োজন করা হয় ‘আমাদের চোখে, আমাদের বসতি’ শীর্ষক প্রদর্শনীর। রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে জাগো ফাউন্ডেশন...