নখ কেটে ফেলার পর আমরা সাধারণত সেটি ডাস্টবিনেই ফেলি। কিন্তু জানেন কি, চীনে সেই কাটা নখই বিক্রি হচ্ছে মোটা অঙ্কের দামে! শুনতে অবাক লাগলেও সত্যি এমনটাই ঘটছে দেশটিতে। অবশ্য এর পেছনে রয়েছে চমকপ্রদ কারণও।বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের স্থানীয় ভেষজ ওষুধ প্রস্তুতকারীরা কাটা নখকে ওষুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহার করে আসছেন। বিশেষ করে শিশুদের পেটের সমস্যা ও টনসিলের চিকিৎসায় নখের গুঁড়া কার্যকর বলে বিশ্বাস করা হয়। এ কারণেই স্থানীয়ভাবে তৈরি ওষুধ কোম্পানিগুলো স্কুল ও গ্রামাঞ্চল থেকে কাটা নখ কিনে নেয়। এরপর সেগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করা হয়, যা পরে ওষুধ তৈরিতে কাজে লাগে।বিশেষজ্ঞদের হিসাবে, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে বছরে গড়ে প্রায় ১০০ গ্রাম নখ গজায়। এই কম উৎপাদনের কারণেই কাটা নখের বাজারমূল্য তুলনামূলক বেশি।চীনা গণমাধ্যমের তথ্যমতে, দেশটির এক...