ভারতে যার দাপটে কাঁপছে মোদী সরকার, সেই সোনম ওয়াংচুক আসলে কে? গত কয়েকদিন থেকে তাকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সর্বত্র। লাদাখে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় জড়িত অভিযোগে ওয়াংচুককে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। রাখা হয়েছে লাদাখ থেকে হাজার কিলোমিটার দূরের যোধপুর কারাগারে। সোনম ওয়াংচুক লাদাখের প্রখ্যাত উদ্ভাবক ও সমাজসেবী। ২০০৯ সালে আমির খান অভিনীত জনপ্রিয় সিনেমা ‘৩ ইডিয়টস’-এর প্রধান চরিত্র ‘ফুংসুখ ওয়াংডু’ তার অনুপ্রেরণাতেই সৃষ্টি। লাদাখ পুলিশ গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় নিরাপত্তা আইনে ওয়াংচুককে গ্রেফতার করেছে। এই ঘটনার দুই দিন আগে লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলন-সহিংসতায় চারজন নিহত ও ৮০ জনের বেশি আহত হন। নিরাপত্তার অজুহাতে লেহ শহরে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট। আমির খানের ‘থ্রি ইডিয়টস’ সিনেমার বাস্তব ফুংসুখ ওয়াংড়ু গ্রেফতার নেপালের পর ভারতেও জেন জি...