সংযুক্ত আরব আমিরাতে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ। মাটি ও সোলার প্যানেল ব্যবহার করে নির্মিত এই মসজিদ থেকে কোনো ধরনের কার্বন ডাইঅক্সাইড নির্গমন হবে না। জানা গেছে, আগামী অক্টোবরেই আবুধাবিতে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।মসজিদটির নকশা করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান আরাপ (Arup) এবং নির্মাণ করছে মাসদার সিটি (Masdar City)। মসজিদটিতে পুরো বিদ্যুৎচাহিদা পূরণ হবে সোলার প্যানেলের মাধ্যমে। পাশাপাশি এমন কুলিং ও সার্কুলার নকশা করা হয়েছে, যা শক্তির ব্যবহার এক-তৃতীয়াংশ এবং পানির ব্যবহার অর্ধেক পর্যন্ত কমিয়ে দেবে।আরাপের সহযোগী পরিচালক পল সাইমন জানিয়েছেন, মসজিদে সূর্যের তাপ ও আলো নিয়ন্ত্রণ করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য কৌণিক জানালা, স্কাইলাইট, দেয়ালের বিশেষ ইনসুলেশন ও ঠান্ডা রাখার উপকরণ ব্যবহার করা হয়েছে। প্রাচীন আল বিদিয়াহ মসজিদের নির্মাণশৈলী থেকে অনুপ্রাণিত হয়ে এখানে স্থানীয় মাটি...