গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিন সদস্য। সর্বশেষ আজ শনিবার সকালে মারা যান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (অফিসার) খন্দকার জান্নাতুল নাঈম (৩৭)। দুপুরে সহকর্মীদের অশ্রুসিক্ত শ্রদ্ধার মধ্য দিয়ে জানাজা সম্পন্ন হয় নাঈমের। জানাজা শেষে নিহত খন্দকার জান্নাতুল নাঈমের স্ত্রী ফারজানা ইসলাম মিতু স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে মিতু বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক ভালো। কিন্তু তাদের কাজের কোনো মূল্যায়ন হয় না, কেন হয় না স্যার? ফায়ার সার্ভিসের প্রতিটি সদস্য যেভাবে কাজ করেন, দেশের অন্য কোনো ফোর্স এভাবে কাজ করে না। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবারই কাজের মূল্যায়ন হয়। আপনি যেহেতু মূল্যায়নের কথা বলেছেন আমরা আরও দেখবো। ফায়ার সারভিসের কর্মকর্তা নাঈম...