বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা ভালো হয়নি মোহামেডানের। বর্তমান চ্যাম্পিয়ন দলটি প্রথম ম্যাচে হেরেই গেছে। শনিবার কিংস অ্যারেনায় মোহামেডানকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ফর্টিস এফসি। গত মঙ্গলবার এই মাঠেই ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে রুখে দিয়েছিল ফর্টিস। চার দিনের ব্যবধানে একই মাঠ থেকে আরেকটি সাফল্য নিয়ে ঘরে ফিরলে ফর্টিস। গত মৌসুমে প্রথমবারের মতো পেশাদার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। তবে এই মৌসুমের শুরুটা তাদের ভালো হলো না। প্রথম ম্যাচেই সাদা-কালো সমর্থকদের হতাশ করলো আলফাজ আহমেদের দল। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর মোহামেডান দুই গোল হজম করে দ্বিতীয়ার্ধে। ফর্টিসের গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবু ৬১ মিনিটে দলকে লিড এনে দেন। মোহামেডান ম্যাচে ফিরতে...