দেশে পর্যটন খাতে অবদান রেখে চলেছেন তৌহিদুল আলম মিল্কি। ছোট একটি উদ্যোগ থেকে, স্বপ্ন এবং উদ্যোম নিয়ে তিনি গড়ে তুলেছেন আকাশবাড়ী হলিডেজ। এটি দেশের অন্যতম আলোচিত, জনপ্রিয় পর্যটন সংস্থায় পরিণত হয়েছে। মিল্কি শুধু ব্যবসায়ী নন, তিনি ‘ভ্রমণ বন্ধু’ বা ‘পর্যটক বন্ধু’ হিসেবেও পরিচিত। তিনি মানুষকে শুধু ভ্রমণ পরিকল্পনা দেন না, মানুষের মনে ভ্রমণের স্বপ্ন জাগান, বাস্তবায়নের পথ দেখান। তার শুরুটা ছিল একেবারেই সাধারণভাবে। প্রথমদিকে তিনি ভ্রমণ প্যাকেজ নিয়ে কাজ শুরু করেন। ধীরে ধীরে তার পরিসর বড় হতে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, তার ব্যবসার শুরুর দিকে মাত্র ৬৬ হাজার টাকায় ৫ রাত ৬ দিনের জন্য মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুর ভ্রমণের ব্যবস্থা করে মানুষের কাছে আলোচিত হন তিনি। আবার মালদ্বীপ কিংবা শ্রীলঙ্কার ভ্রমণ প্যাকেজ মাত্র ৬১ হাজার টাকায় করেন। এই অফারের মধ্য...