দেশের পর্যটন শিল্পের উন্নয়নে যে ক’জন পথপ্রদর্শকের নাম উচ্চারিত হয়, তাদের মধ্যে অন্যতম মহিউদ্দিন খান খোকন। তিনি শুধু উদ্যোক্তা নন, তিনি হোটেল, মোটেল এবং ট্যুরিজম খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। দেশের প্রথম চেইন হোটেল ব্র্যান্ড ডিমোর (D’MORE)-এর স্বপ্নদ্রষ্টা তিনি। এই ব্র্যান্ড ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, শ্রীমঙ্গল, সাজেক, বান্দরবান এবং কুয়াকাটায় হোটেল ও রিসোর্ট স্থাপন করে দেশের পর্যটন খাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। খোকন দেশের প্রথম চেইন হোটেল ব্র্যান্ড ‘ডিমোর’ প্রতিষ্ঠার মাধ্যমে পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার এই উদ্যোগ স্থানীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি ভ্রমণকারীদের কাছেও আস্থা অর্জন করেছে। আধুনিক সুযোগ-সুবিধা, গুণগত সেবা এবং অতিথিপরায়ণতার দৃষ্টান্ত স্থাপন করে ডিমোর বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানে পরিচিত করতে সহায়তা করেছে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম শীর্ষ হসপিটালিটি গ্রুপ কক্সটুডের ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস...