ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মহাষষ্ঠী বা দেবীবোধনের মাধ্যমে এ বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক পর্ব রোববার (২৮ সেপ্টেম্বর) আরম্ভ হতে যাচ্ছে। আগামী ২৯ সেপ্টেম্বর (সোমবার) থেকে ১ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে মহাসপ্তমী, মহাঅষ্টমী ও মহানবমী পূজা শেষে ২ অক্টোবর (বৃহস্পতিবার) মহাদশমী পূজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে।সেদিন সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) জগন্নাথ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এসব তথ্য জানান। তিনি জানান, গত জুলাই বিপ্লব তথা ছাত্র-জনতার এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে আমরা বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধশালী এক বাংলাদেশ গড়ার মহান প্রত্যয় গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় এবারের দুর্গাপূজা। তাই এক ভিন্ন আঙ্গিকে উৎসবমুখর পরিবেশে আয়োজন হতে চলেছে। ঐতিহ্যবাহী জগন্নাথ হলের উপাসনালয়ে পাঁচ দিনব্যাপী এ আয়োজনের প্রতিদিন সকাল থেকে রাত অবধি নানা ধরনের অনুষ্ঠান...