বাংলাদেশ ফুটবল লিগ ২০২৫-২৬ মৌসুমের সূচনা হয়েছে রীতিমতো চমক দিয়ে। শিরোপার দুই বড় দাবিদার মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস দুই দলই নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হয়েছে।অন্যদিকে, দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগে ফেরা নবাগত দল পিডব্লিউডি স্পোর্টস ক্লাব এবং ফর্টিস এফসি দেখিয়েছে দারুণ প্রতিপক্ষ হয়ে ওঠার সম্ভাবনা। মোহামেডানকে ২-০ গোলে হারায় ফর্টিস। দুটি গোলই দ্বিতীয়ার্ধে করেন পা ওমার বাবু। অন্যদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দুই গোলে এগিয়ে যাওয়ার পর, দুই গোল হজম করে ২-২ ড্র করেছে কিংস। গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে চ্যাম্পিয়ন হওয়া মোহামেডান তাদের শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক ফর্টিস এফসির কাছে ২-০ গোলে হেরে গেছে আলফাজ আহমেদের দল। ফর্টিসের হয়ে দুই অমূল্য গোলই করেছেন গাম্বিয়ান ফরোয়ার্ড ও...