ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতিগুলোতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে লাভবান হওয়া ১৫৮টি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত সংস্থাটি মানবাধিকার কার্যালয়ের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তালিকায় বিশ্বের পরিচিত অনলাইন ট্রাভেল ও আবাসন সেবা প্রতিষ্ঠান এয়ারবিএনবি, বুকিং ডটকম, এক্সপেডিয়া ও ট্রিপ অ্যাডভাইজারের নামও অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এই সব প্রতিষ্ঠান এমন সব এলাকায় ব্যবসা করছে, যেগুলোকে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) অবৈধ বসতি হিসেবে ঘোষণা করেছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর বেশিরভাগই ইসরায়েলি মালিকানাধীন। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ফ্রান্স ও জার্মানিভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানের নামও তালিকায় রয়েছে। সর্বশেষ হালনাগাদে ৬৮টি নতুন কোম্পানি যুক্ত করা হয়েছে, আর ৭টি কোম্পানির নাম সরিয়ে ফেলা হয়েছে। অপসারিত প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাজ্যের ওপোডো এবং স্পেনের ইড্রিমস রয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক...