চট্টগ্রাম:বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ও জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনস্থ বিএনপির মহানগর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য দেন ড. উত্তম বড়ুয়া, রবীন্দ্র দাস, সমীর বড়ুয়া টিটু, প্রকৌশলী জয়সেন, জে সত্যপাল ও ইলিয়াস আলীসহ নেতারা।বক্তারা বলেন, উদয় কুসুম বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিরীহ গ্রামবাসীর পক্ষ নিয়ে অবস্থান করেছিলেন।সেখানে তিনি কোনো অপরাধ বা দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ করেননি। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বঞ্চিতদের পাশে দাঁড়ানোই ছিল তার আজীবনের সংগ্রাম। তবুও তাকে...