ডাকসু নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্বে থাকার পরও সাদা দলের প্যাডে নির্বাচনে ‘অনিয়ম ও জালিয়াতির’ উল্লেখ দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণের পর্যায়ে পড়ে বলে দাবি করেছে ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক (ইউটিএল) নামে শিক্ষকদের একটি সংগঠন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এ কথা বলেন। সংগঠনটি ডাকসু নির্বাচন নিয়ে সাদা দলের বিবৃতি প্রত্যাহারের দাবি জানিয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক বিবৃতিতে ডাকসু নির্বাচনে নজিরবিহীন জালিয়াতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন। বিপরীতে ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক বলছে, নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্ব পালন করার পর 'জালিয়াতি ও অনিয়ম'...