মাদারীপুরের শিবচরে বসুন্ধরা শুভসংঘ শাখার বন্ধুদের নিয়ে একজন শারীরিক অসুস্থ ও অসহায় এক শিশুকে নগদ টাকা ও হুইলচেয়ার উপহার দিয়েছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু। শনিবার (২৭ সেপ্টম্বর) বেলা ১১ টার দিকে বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার উদ্যোগে পাঁচ্চর ইউনিয়নের হাজীপুর এলাকার বাসিন্দা মো. এনায়েত মোল্লার ছেলে (১০) শারীরিক অসুস্থ কাউসারকে এ হুইলচেয়ার দেওয়া হয়। জানা গেছে, জন্মের তিন মাস পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে একটি পা হারায় কাউসার। এরপর থেকে কিডনি ও লিভারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছে শিশুটি। এমন সংবাদে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর পক্ষে তার ছোট ভাই সাদাত হোসেন সিদ্দিকী নগদ টাকা ও হুইলচেয়ার উপহার দেন। হুইলচেয়ার পেয়ে খুশি কাউসার ও তার পরিবার। তারা বলেন, লাভলু ভাই ও...