চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়ির ১২৭ পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা পাহারা দেবে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।এ সময় শারদীয় দুর্গাপূজায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন সরওয়ার আলমগীর। বলেন, ফটিকছড়ির ১২৭ পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা পাহারা দেবে। কেননা দিল্লিতে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে নতুন ষড়যন্ত্র করছে শেখ হাসিনা।পশ্চিম কৈয়া পুকিয়া গাছুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশে ভূজপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আহম্মদ হোসেন তালুকদার, মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, জয়নাল আবেদীন, নূরুল ইসলাম মেম্বার, শাহ আলম তালুকদার, মো. হারুন...