২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কথাগুলো ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের লাখ লাখ আশাহত মানুষের জন্য অনুপ্রেরণা এবং আশার উৎস হয়ে উঠেছে। এবারও জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া তাঁর বক্তব্য ছিল কাশ্মীরবাসীর আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন। কাশ্মীর প্রসঙ্গে দেওয়া বক্তব্যে তিনি বলেন, "সর্বোত্তম হলো আলোচনার মাধ্যমে আমাদের কাশ্মীরি ভাই-বোনেদের জন্য জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত, আমরা এই আশা করি।" বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে কথা বলে এভাবেই কাশ্মীরীদের হৃদয় বিশেষভাবে স্পর্শ করেছেন তুর্কি প্রেসিডেন্ট। তার এমন অবিচল প্রতিশ্রুতি কাশ্মীর জাতির পক্ষ থেকে সর্বোচ্চ প্রশংসা পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন উপত্যকার বাসিন্দারা। এর আগে, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি বলেছিলেন,...