২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দরগারছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। আটক ইসমাইল (৩২) দরগারছড়া এলাকার মৃত শেখ আহম্মদের ছেলে। এ ঘটনায় নোয়াখালীপাড়ার ইসলাম মিয়ার ছেলে ইয়াসিন ও একই এলাকার শেখ আহম্মদের ছেলে তাহের পলাতক রয়েছেন। আশিকুর রহমান জানান— গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশের একাধিক দলের সমন্বয়ে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মো. ইসমাইল (৩২) নামে এক পাচারকারীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি ও বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সহায়তায় নোয়াখালীপাড়ার...