এবারই প্রথম ‘বইনামা লেখক পুরস্কার ২০২৫’ ঘোষণা করা হয়েছে। এই পুরস্কার পেয়েছেন নবীন ৯ লেখক। ২৬ সেপ্টেম্বর রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান বইনামার ব্যবস্থাপক রাশেদুল হাসান। পুরস্কারপ্রাপ্তরা হলেন- প্রবন্ধে ডা. মোজাম্মেল হক, কবিতায় সাব্বির আহমাদ, উপন্যাসে মনিকা পারভীন বর্ষা, গল্পে রাসেল রাজ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে হাবিবুল করিম, ক্যারিয়ার ও আত্মউন্নয়নে আবদুল্লাহ হামজা, ধর্মে মো. বিপ্লব হোসেন, কিশোর সাহিত্যে আহমাদ আব্দুল্লাহ উসামা ও শিশুসাহিত্যে ইভা জান্নাত শহিদা। আয়োজকরা জানান, গত ১ আগস্ট নতুন লেখকদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করে বইনামা। ৩১ আগস্ট ছিল পাণ্ডুলিপি জমা দেওয়ার শেষ সময়। সহস্রাধিক পাণ্ডুলিপি থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। আরও পড়ুনএস এম...