ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ চলে যাওয়ার সপ্তাহ অতিক্রম করেছে। কিন্তু শোক কাটছে না তার জন্মভূমি আসামের মানুষের। তাদের প্রাণের প্রিয় তারকা জুবিন গার্গের অকালপ্রয়াণ মেনে নিতে পারছেন না। তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। দুইবার এ শিল্পীর মরদেহের ময়নাতদন্ত হয়েছে। তার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত করছে বিশেষ দল। এর মাঝেই আসাম সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন সেখানকার জনপ্রিয় সংগীতশিল্পী পাপন। জুবিনের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই। এরই মধ্যে জুবিনের ব্যান্ডের সাবেক এক সদস্য শেখর জ্যোতি গোস্বামীকে আটক করা হয়েছে। নজরে রয়েছেন গায়কের ব্যক্তিগত সহায়ক সিদ্ধার্থ শর্মাও। এবার আসাম সরকারের কাছে তদন্তের গতি বাড়ানোর আর্জি জানালেন পাপন। জুবিনের মৃত্যুর খবর পেয়ে মুম্বাই থেকে ছুটে আসেন তিনি। শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত সেখানেই ছিলেন। বার বার আবেগতাড়িত দেখা গিয়েছে তাকে। জুবিনের মৃত্যুর...