কিশোরগঞ্জ: শারদীয় দুর্গোৎসব ঘনিয়ে আসতেই কিশোরগঞ্জের কটিয়াদীতে বসেছে ঐতিহ্যবাহী ঢাকের হাট। পাঁচশো বছরের এই হাটে বাদ্যযন্ত্র নয়, ভাড়া হয় ঢাকি দল।তাক দুম, তাক দুম… ঢাকের তালে মুখরিত কিশোরগঞ্জের কটিয়াদী। পাঁচশো বছরের ঐতিহ্যে এবারও বসেছে ঢাকের হাট।শুক্রবার সকাল থেকে জমে উঠেছে এই হাট। দলগুলো দেখাচ্ছে নিজেদের নৈপুণ্য, আর পূজারি-আয়োজকরা বেছে নিচ্ছেন সেরা দল। দাম উঠছে ১০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত।ঢাকি দলের একজন বলেন “৩০ বছর ধরে আসছি। পরিবার ছেড়ে আসতে হয়, কষ্ট হয়। তবুও ঢাকই আমাদের রুটি-রুজি।" এই হাটে আসা ঢাকি দলের কারও আশা পরিবারের মুখে হাসি ফোটানো, কারও লক্ষ্য সন্তানের পড়াশোনার খরচ। হাটে ঢাকিদল কিন্তে আসা কয়েকজন বলেন “ঢাকি ছাড়া মণ্ডপ ফাঁকা লাগে। দাম বেশি হলেও ভালো দলের জন্য রাজি আছি।”ষোড়শ শতকে রাজা নবরঙ্গ রায়ের সময় থেকেই ঢাকি...