বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন আলোচিত চিকিৎসক ডা. সাবরিনা। শনিবার (২৭ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে তাকে এক রকম ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেছেন, সাবরিনা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। আলোচিত এই হৃদরোগের চিকিৎসক কিছুদিন আগে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর পদ পান বলে জানা গেছে। সেই সংগঠনের নরসিংদী জেলা শাখার ডা. সাবরিনাসহ বেশ কয়েকজন শনিবার সকালের দিকে জিয়াউর রহমানের সমাধি এলাকায় যাওয়ার সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতা আকরাম কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে আসেন। এ সময় ছাত্রদল নেতা আকরাম ডা. সাবরিনার পরিচয় জানতে চান। জবাবে সাবরিনা বলেন,...