ইনজুরি পিছু ছাড়ছে না নেইমারের। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলের বাইরে সমান আলোচনায় থাকেন তার জীবনযাপন নিয়ে। নেইমার সান্তোসে যোগ দেয়ার পর ভালোর চেয়ে নেতিবাচক খবরেই বেশি শিরোনাম হচ্ছেন। ব্রাজিলিয়ান এক সাংবাদিকের অভিযোগের প্রেক্ষিতে নতুন করে ঝড় উঠেছে। ব্রাজিলিয়ান সাংবাদিক রদ্রিগো গোমেজ তার ইউটিউব চ্যানেল ফুটেবোটেকো তে বলেন, 'ও (নেইমার) হুইস্কি আর এনার্জি ড্রিঙ্কসের নেশায় ডুবে থাকে, হুক্কাও খায়। ভোর ৪-৫টা পর্যন্ত জেগে থাকে।' ওই সাংবাদিকের দাবি নেইমারের রাত জাগার কারণে অনুশীলনের সময় সকাল ১০-১১ টার পর নির্ধারণ করতে হয়। সতীর্থরা আগেভাগে অনুশীলনের প্রস্তাব দিলেও, সেই অনুশীলনে...