খাগড়াছড়ি সদর উপজেলার পর এবার জেলার গুইমারা উপজেলায়ও ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার। প্রশাসন সূত্রে জানা যায়, জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গুইমারার যৌথখামার ও বাইল্যাছড়ি এলাকায় উত্তেজনা দেখা দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুপুর ২টা থেকে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায়ও ১৪৪ ধারা জারি করা হয়। বিকেল ৫টা পর্যন্ত খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া থেকে নারিকেল বাগান এলাকায় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক রাউন্ড গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর আগে সদর উপজেলার নারানখাইয়া থেকে উপজেলা পরিষদ পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। খাগড়াছড়ি...