নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশী পাসপোর্টধারীরা বর্তমানে বিভিন্ন দেশে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা ও বাধার সম্মুখীন হচ্ছেন। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে ভিসা প্রাপ্তিতে নতুন সীমাবদ্ধতা তৈরি হয়েছে, যা বিশেষ করে শিক্ষার্থী, কর্মসংস্থানপ্রত্যাশী এবং পর্যটকদের জন্য বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নতুন ভিসা বাধা: অনেক দেশ বাংলাদেশীদের ভিসা দেয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বা ভিসা প্রদানে বাধা সৃষ্টি করছে। ভিসা সীমিতকরণ ও বন্ধ: পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের কিছু দেশ বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ বা সীমিত করেছে। কর্মসংস্থানে সমস্যা: যারা বিদেশে কাজের সুযোগ খুঁজছেন, তাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে কঠোরতা: বিশেষ করে ট্রাম্প প্রশাসন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে বিদেশী শিক্ষার্থীদের প্রবেশাধিকার অনেকাংশে সীমিত হয়েছে। পর্যটন ও চিকিৎসা ভিসায় বিধিনিষেধ: কিছু দেশ পর্যটক ও চিকিৎসা ভিসার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ...