লন্ডনের ‘সংঘাতমুখী অবস্থান’ অব্যাহত রাখার জবাবে ব্রিটিশ রাজনৈতিক মহল ও তথাকথিত বিশেষজ্ঞ সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছেতাস। বিবৃতিতে বলা হয়, ‘যারা রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে সওয়াল করছেন, লন্ডনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত এবং আমাদের দেশবিরোধী উপাদান তৈরি ও ভুয়া বিশেষজ্ঞ বিশ্লেষণ ছড়াচ্ছেন—তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’ নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন ওপেন সোর্স সেন্টার থিঙ্কট্যাঙ্কের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেমস বায়র্ন, যুক্তরাজ্যের বাণিজ্য ও ব্যবসা দফতরের অধীন অফিস অব ট্রেড স্যাংশনস ইমপ্লিমেন্টেশনের উপপরিচালক আন্না ডেইবেল-জুং, স্কটিশ ন্যাশনাল পার্টির সংসদ সদস্য ডেভিড ডুগান এবং ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসের সেক্টরাল স্যাংশনস (ট্রেড) বিভাগের প্রধান ম্যাক্স পেত্রোকোফস্কি। এছাড়া যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের...