কিছুদিন আগে জাতীয় নির্বাচক প্যানেলে একজনকে নিয়োগ দিয়ে সংখ্যাটি তিনে নিয়ে গিয়েছিল বিসিবি। আশরাফ হোসেন লিপু ও খান আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগ দেন হাসিবুল হোসেন শান্ত। কিন্তু সপ্তাহ না যেতেই নির্বাচক প্যানেলের একটি পদ শূন্য হয়ে গেল। আব্দুর রাজ্জাক নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন শনিবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশগ্রহণ করছেন রাজ্জাক। এজন্য সরে দাঁড়িয়েছেন।আরো পড়ুন:চূড়ান্ত ভোটার তালিকায় ফিরলো বাদ পড়া ১৫ ক্লাবনোংরামি সরিয়ে ক্রিকেটের বৃহৎ স্বার্থ দেখার আহ্বান শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে নিজের পদত্যাগ পত্র জমা দেন রাজ্জাক।পরে নির্বাচন কমিশনে গিয়ে পরিচালক পদের জন্য মনোনয়ন কেনেন। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার হয়ে নির্বাচনের মনোনয়ন তুলেছেন রাজ্জাক। আগামীকাল তা জমা দেবেন। নিজের সিদ্ধান্তের কথা স্মরণ করে রাজ্জাক বলেন, “আমি ১৪ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলার সৌভাগ্য অর্জন করেছি এবং...