উত্তর প্রদেশের বারেলিতে শুক্রবারের সহিংসতায় বিক্ষুব্ধ মুসল্লি ছাড়াও অন্তত ১০ পুলিশ আহত হওয়ার পরদিন জনজীবন মোটামুটি সচল হলেও পরিস্থিতি থমথমে। বিক্ষোভ থেকে অন্তত ৪০ জনকে আটকের পর ১৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত এক হাজার সাতশ' জনকে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তৌকির রাজা কর্মসূচির পক্ষে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করলে বাসার বাইরে সমর্থক আর মুসল্লিরা জড়ো হন। এতে জননিরাপত্তার স্বার্থে ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান তৌকীর রাজাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। মূলত গত ৪ সেপ্টেম্বর কানপুর থেকে এই প্রতিবাদ শুরু হয়। সেসময় ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রায় তাঁবুর ওপর লাগানো পোস্টার ‘আই লাভ...