২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম রাজবাড়ীতে পৃথক সড়ক দুঘর্টনায় সাহিদা খাতুন (৭২) ও অনিক (২২) নামে২জনের মৃত্যু হয়েছে। সাহিদা রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর গ্রামের আমির উদ্দিন সরদারের স্ত্রী ও অনিক খানখানাপুর মিয়াপাড়া এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে। শনিবার দুপুর ও বিকেলে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের আলাদীপুর এলাকায় নসিমন ও মোটর সাইকেলের সাথে এ দুঘর্টনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে গোয়ালন্দ মোড় এলাকার বাস বোঝাই নসিমন সাহিদা খাতুনকে ধাক্কা দেয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিকেলে নসিমন ও মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী অনিক মিয়া আহত হয়। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক...