মূলত ১২ মাসই টিভি পর্দা, দেশ-বিদেশের মঞ্চ এবং রেকর্ডিংয়ে গান নিয়ে ব্যস্ত থাকেন সুকণ্ঠী দেবলীনা সুর। যেন তার নামের মতোই, সুরের বাইরে খুব একটা থাকার ফুরসত পান না। আর পূজা উৎসব এলে তো সেই ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। এবারও তার ব্যতিক্রম ঘটলো না। বরং ব্যস্ততা বেড়েছে আরও। দেবলীনা জানান, এবারও টিভি থেকে শুরু করে পূজার মণ্ডপ পর্যন্ত তার ব্যস্ততা লেগেই আছে। এরই মধ্যে দুর্গাপূজা ও তার কাজ নিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ আয়োজন করা হচ্ছে। আগামী ১লা অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে একক সংগীত পরিবেশন করবেন দেবলীনা। এছাড়া ২৯ সেপ্টেম্বর সোমবার এটিএন বাংলার সরাসরি লাইফস্টাইল অনুষ্ঠান ‘লাইফ অ্যান্ড...