দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তাই গণতান্ত্রিক শক্তি সবাই ঐক্যবদ্ধ না থাকলে দেশে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ঐক্য, জনমত ও দেশগঠন হবে বিএনপির আগামী দিনের প্রতিপাদ্য, জনসভা নয় জনগণের কাছাকাছি যেতে হবে। বিকেল সাড়ে ৫টা দিকে সম্মেলনে ভার্চুয়ালী যোগ দেন তারেক রহমান। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সম্মেলন উদ্বোধন করেন দলটির জাতীয় স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। উপস্থিত ছিলেন দলটির জাতীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলন উপলক্ষে ৫টি পদে...