বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হতে তিন ক্যাটাগরিতে সারা দেশের ৬০ জন মনোনয়নপত্র কিনেছেন। ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন। এ ছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন। মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সাবেক অধিনায়ক ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন। এই নির্বাচনের সবচেয়ে আলোচিত প্রার্থী তামিম ইকবালের পক্ষে মনোনয়ন ফর্ম তুলেছেন তার প্রতিনিধি মিনহাজ উদ্দিন খান। তামিম ক্লাব ক্যাটাগরি দুইয়ে ক্লাব ওল্ড ডিও এইচ এস থেকে কাউন্সিলর হয়েছেন। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ মনোনয়নপত্র নিয়েছেন রেঞ্জার্স ক্রিকেট অ্যাকামেডির...