নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘প্রবাস ভ্রমণের জন্য শুধুমাত্র প্রবাসে ভোটার কার্যক্রম চালাতে যাওয়ার দরকার নেই। তাই কর্মকর্তার সংখ্যা কমিয়ে দিয়েছি। ভোটের খরচ ৩ হাজার কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। তবে তার অর্থ এই নয় যে, যেখানে ব্যয় করতে হবে সেখানে করবো না।’ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক নির্বাচন কর্মকর্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘জুলাই হয়েছে পঁচা নির্বাচনের জন্য। এর একটাই কারণ নির্বাচনের নামে প্রহসন। আমরা পক্ষপাতমূলক, দুষ্টু নির্বাচনের নির্দেশনা দেবো না। আপনারাও (কর্মকর্তা) করবেন না। করলে দায় আপনাদের নিতে হবে। আইন অনুযায়ী সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে।’ তিনি বলেন, ‘ভোটার তালিকা প্রণয়নে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার পরও নারী ভোটার পুরুষের তুলনায়...