গাজার বর্তমান মানবিক সংকট ও হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে আরও একটি অস্ত্রচুক্তি বাতিল করল স্পেন। সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, বাতিল হওয়া এই চুক্তির মোট মূল্য ২০৭ মিলিয়ন ইউরো। এটি এধরনের তৃতীয় বড় অস্ত্রচুক্তি বাতিলের ঘটনা।এর আগে চলতি মাসের শুরুতে মাদ্রিদ প্রায় ৭০০ মিলিয়ন ইউরো মূল্যের ইসরায়েলি রকেট লঞ্চার ক্রয়সংক্রান্ত চুক্তি বাতিল করেছিল। স্পেন সরকার জানিয়েছে, এসব পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র চুক্তি নিষিদ্ধকরণের তাদের বিস্তৃত নীতির অংশ। লক্ষ্য হলো গাজার পরিস্থিতির কারণে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত দেশগুলোর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানো।প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইতোমধ্যেই নতুন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধ করতে স্পেন আরও কঠোর পদক্ষেপ নেবে। এর মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি নিষিদ্ধকরণ আইনকে আরও শক্তিশালী করা এবং ইসরায়েলের সঙ্গে নতুন কোনো অস্ত্র চুক্তি না করা...