গণতান্ত্রিক সব শক্তি ঐক্যবদ্ধ না হলে আগামীতে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে কুমিল্লা জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি। ১৬ বছর পর জেলা সদরের টাউন হল মাঠে সম্মেলনের আয়োজন করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। উৎসবমুখর পরিবেশে সম্মেলনে যোগ দেয় জেলার নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিএনপি নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাদের জনগণের পাশে থাকার পরামর্শও দেন তিনি। বক্তব্যে দেশের গণতান্ত্রিক সব রাজনৈতিক দলগুলোর...