২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের লাভের টাকা পরিশোধ করতে না পারায় শাহনাজ বেগম লাকি (৩৬) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উৎপাদক গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার শিকার শাহনাজ বেগম লাকি ওই গ্রামের আমিনুল খানের স্ত্রী। বর্তমানে সে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এ ঘটনায় নাছিমা বেগম (৪২) নামে ওই সুদের ব্যবসায়ীকে আটক করেছে পুুলিশ, সে একই গ্রামের প্রতিবেশি হাফিজ মিয়ার স্ত্রী। দগ্ধ শাহানাজ বেগমের স্বামী আমিনুল খান জানান, সুদের ব্যবসায়ী নাছিমা বেগমের সাথে তাদের গত কয়েক মাস ধরেই সুদের টাকা পরিশোধ ও স্ট্যাম্প দেয়া না দেয়াকে কেন্দ্র করে বিরোধ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতঃপূর্বে আমার...