বিসিবির নির্বাচনি লড়াইয়ে নামতে বোর্ডের নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। শনিবার ক্রিকবাজকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। রাজ্জাক বলেছেন, ‘বিসিবি নির্বাচনে অংশ নিতে আমি নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছি। খেলোয়াড় হিসেবে, নির্বাচক হিসেবে দেশকে সেবা দিয়েছি। এখন নতুন চ্যালেঞ্জ নিতে চাই। যদি নির্বাচিত হই, বোর্ড পরিচালক হয়ে সেই সুযোগ আসবে।’ ২০২১ সালের জানুয়ারিতে নির্বাচক পদে নিয়োগ পাওয়া রাজ্জাক শনিবার পরিচালকদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন। খুলনা বিভাগ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিসিবি কার্যালয়ে প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। আগামীকাল (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে প্রার্থীদের ফরম জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। তাতে...