নিজের পুরনো দল বাংলাদেশ জামায়াতে ইসলামীতে ফিরে যাচ্ছেন আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। ইতোমধ্যে তিনি এবি পার্টির সকল পদ থেকে পদত্যাগ করেছেন। দলে ফিরতে দেখা করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে। তিনি নিজেই জানিয়েছেন, এবি পার্টি ছেড়ে পুরনো দলে ফিরে যাওয়ার সংবাদ। সোলায়মান চৌধুরী বলেন, ‘‘আমি নতুন কোনো দলে নয়, আমার পুরাতন রাজনৈতিক দল জামায়াতে ইসলামীতে ফিরে যাব। এরই মধ্যে আমার সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। তিনি প্রাথমিকভাবে স্বাগতম জানিয়েছেন। আমি ওনার সামনে আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিয়েছি, আমি আবার জামায়াতে ইসলামীতে যোগদান করব।’’ বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘‘ডা. শফিকুর রহমানের সঙ্গে স্বল্প সময়ের জন্য আমার সাক্ষাৎ হয়েছে। তিনি আমার রাজনৈতিক বিষয়টি পুনর্মূল্যায়ন করার জন্য...