বিয়ের পরপরই নবদম্পতির জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। তবে বিয়ের অনুষ্ঠানের বেশ কিছুদিন আগে থেকেই নানান প্রস্তুতি ও পরিবার নিয়ে খুব ব্যস্ত সময় কাটে নতুন যুগলের। এমনকি বিয়ের কয়েকদিন পর পর্যন্ত চলে এসব আনুষ্ঠানিকতা। ফলে নবদম্পতির নিজেদের জন্য সময় পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই এইসব মানসিক চাপ সঙ্গে নিয়ে নতুন অধ্যায় শুরু না করে মাঝে একটা বিরতি দরকার হয়ে পড়ে। বিয়ের পর প্রথমবারের মতো একসঙ্গে এই বিরতি বা ভ্রমণ — এটাই হানিমুন। তবে শুধু মানসিক চাপের জন্য না, নবদম্পতির জন্য ভ্রমণ জরুরি আরও বেশ কিছু কারণে। চলুন জেনে নেওয়া যাক, নবদম্পতি একান্তে বেড়াতে যাওয়া উচিত কেন- ১. একান্তে সময় কাটানোগবেষণা বলছে, দাম্পত্য জীবনের শুরুর দিনগুলোতে একান্তে সময় কাটানো সম্পর্ককে আরও দৃঢ় করে। ২০১৯ সালে প্রকাশিত জার্নাল অব ম্যারেজ অ্যান্ড...