চলতি বছর ডেঙ্গুতে ২০ থেকে ৩০ বছর বয়সীদের মৃত্যুহার এবার সবচেয়ে বেশি। ডেঙ্গুতে মৃত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে। ডেঙ্গুতে এ বছর মোট ১৮৮ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তরুণরা অনেক সময় জ্বরকে গুরুত্ব দেন না, ফলে দেরিতে চিকিৎসা নিতে আসেন। শরীরে পানিশূন্যতা ও প্লেটলেট কমে গেলে এবং রক্তচাপ কমে গেলে পরিস্থিতি জটিল হয়ে যায়। সময়মতো চিকিৎসা না পেলে প্রাণ বাঁচানো কঠিন হয়ে পড়ে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫১৪ জন রোগী। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫ হাজার ২০৬ জনে। গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১৭৫ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১১১...