বিপদ যেন কাটছেই না কপিল শর্মার। চলতি বছরের জুলাইয়ে সপ্তাহখানেকের ব্যবধানে দু’বার গুলি চলে তার ক্যাফেতে। কানাডায় নতুন ব্যবসা শুরু করতেই একের পর এক জঙ্গি হামলা। এবার তিনি হুমকি পেলেন মুম্বাইয়ে বসেই। ১ কোটি টাকা দাবি করা হল কপিলের থেকে। জানা গেছে, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি কপিলের কাছে ১ কোটি টাকা দাবি করেছে। আর এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে কলকাতার। গত ২২ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর লাগাতার হুমকি ফোন আসতে থাকে কপিলের কাছে। গ্যাংস্টার গোল্ডি ব্রারের নাম নিয়ে ভয় দেখিয়ে ১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয় কৌতুকাভিনেতার থেকে। একই নম্বর থেকে নয়, একাধিক নম্বর থেকে বার বার ফোন আসতে থাকে কপিলের কাছে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে কলকাতা থেকে পাকড়াও করেছে মুম্বাই পুলিশ। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে...