কিশোরগঞ্জের তাড়াইলে অনলাইন জুয়াকে কেন্দ্র করে আল আমিন (২৮) নামে একজন যুবক নিহত হয়েছেন। নিহত আল আমিন উপজেলা তালজাঙ্গা ইউনিয়নের আউজিয়া গ্রামের মো. দেওয়ান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৮ দিকে ক্রিকেট খেলা অনলাইন জুয়া খেলার নিষেধ দিতে গিয়ে জুয়ারীদের এজেন্ট এলাকার আলাল উদ্দিনের ছেলে শামিমের সাথে নিহত আল আমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এ সময় আল আমিনসহ গুরুত্বর আহত কয়েকজন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। নাইমুল ইসলাম নাইমসহ এলাকার কয়েকজন তাদেরকে কিশোরগঞ্জ নেওয়ার পথে উপজেলার তালজাঙ্গা বাজারে শামিম তার জুয়ারো বাহিনীর সদস্য এরশাদ, ফরিদ, সোহেলসহ ১০/১২ জনের একটি দল আহতদেরকে রাস্তায় আটকিয়ে পুনরায় অতর্কিত তাদের হামলা চালায়। এসময় আল আমিনসহ...