উপকারভোগীরা বলেন প্রথমবারের মতই আয়োজন হলেও তাদের আন্দদের সীমা নেই। প্রত্যেকেই যেন তাদের মনের আশা পূরণ করার জন্য এই পূজোর ফ্রি হাটে এসেছিল। তেমনি তাদের আশা ও যেন পূর্ণ হয়েছে।স্বেচ্ছাসেবীরা বলেন টোকেনের মাধ্যমে বিনামূল্যে তাদের নতুন জামা, পাঞ্জাবি, জুতা, তেল, নারিকেলসহ ১০টি পণ্য দেওয়া।আয়োজকরা জানান, দুর্গোৎসবের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং বিত্তবানদের দানশীলতায় উৎসাহিত করতেই এ উদ্যোগ।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানান, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন উদ্যোগ নেয় কিন্তু পূজাকে কেন্দ্র করে এটি একটু অন্যরকম একটা আশা করি এই উদ্যোগ সবসময় চলমান থাকবে। স্থানীয়রা চান এরকম উদ্যোগ যেন সবসময় চলমান থাকে।নিউজজি/এস আর স্বেচ্ছাসেবীরা বলেন টোকেনের মাধ্যমে বিনামূল্যে তাদের নতুন জামা, পাঞ্জাবি, জুতা, তেল, নারিকেলসহ ১০টি পণ্য দেওয়া।আয়োজকরা...